দিনাজপুরের বিরল ও নবাবগঞ্জে শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিরলে ডোবায় পড়ে মারা গেছে শিমলা আক্তার (৯) নামে এক শিশু এবং নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে স্বাধীন (১৩) নামে আরেক শিশু।
শিমলা বিরল পৌর এলাকার শংকরপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে এবং স্বাধীন নবাবগঞ্জের আফতাবগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু শিমলা আক্তার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে না পেয়ে ডোবায় ভাসতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রকান্ত রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে নবাবগঞ্জের আফতাবগঞ্জ গ্রামের শিবের মন্দির এলাকার একটি পুকুরে দুপুরে শিশুদের সঙ্গে গোসল করতে নামে স্বাধীন। এক সময় সে গভীর পানিতে তলিয়ে গেলে অন্যরা বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন এসে তার লাশ উদ্ধার করেন।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed