হঠাৎ করেই সৌদি আরব গেলেন লিওনেল মেসি। কাঁধে তার নতুন দায়িত্ব।
আর্জেন্টাইন সুপারস্টারের সৌদি ভ্রমণের একমাত্র কারণ- তাকে নিজেদের পর্যটনশিল্পের নতুন দূত হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।লিওনেল মেসি তার জীবনে কোনো সংস্থার বা পণ্যের দূত হননি এর আগে। এই প্রথম এ অভিজ্ঞতাটি অর্জন করতে যাচ্ছেন। সে হিসেবে নতুন এক দায়িত্ব নিয়েই মরুভূমির দেশে গেলেন পিএসজি তারকা।
আর নতুন দায়িত্ব নিয়ে মঙ্গলবার ভোররাতে সৌদি আরবে পৌঁছান লিওনেল মেসি। স্থানীয় সংস্কৃতি মেনেই তাকে সেখানে বরণ করে নেওয়া হয়।
সৌদি আরব সফরে মেসির সঙ্গে তার কয়েকজন বন্ধুও আছেন।
মেসি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে একটি ছকি প্রকাশ করেছেন । সেই ছবিতে সঙ্গে তার বন্ধু ও পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকে দেখা গেছে। মেসি একটা প্রমোদতরীতে করে সূর্যাস্ত দেখছেন।
ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘লোহিত সাগর আবিষ্কার করছি।’ হ্যাশট্যাগে তিনি ভিজিট সৌদি লেখাটিও যোগ করে দিয়েছেন তিনি।
সৌদিতে আগমন নিশ্চিত করে টুইট করেছেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিবও।
তিনি লিখেছেন, ‘মেসিকে সৌদি আরবে স্বাগত জানাতে পেরে আমি যারপরনাই আনন্দিত। লোহিত সাগর, জেদ্দা মৌসুম ও আমাদের প্রাচীন ইতিহাস ঘুরে দেখবেন আপনি, এজন্যে আমরা যারপরনাই রোমাঞ্চিত। সৌদিতে এটা তার প্রথম সফর নয়, শেষ বারের মতোও হবে না।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed