উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মে) সকাল ১০টারধামরাইয়ে ফাঁকা সড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০
ঢাকার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকার সামনে এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে আরিচার দিকে সেলফি পরিবহনের একটি বাস যাচ্ছিল। তারা ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বাস ও ট্রাকের চালক গুরুতর আহত হন। অন্যদিকে বাসের কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল ঈদের দিন বিকেলে বিআরটিসি বাসের ধাক্কায় সিয়াম (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed