পটুয়াখালীর দুমকিতে তিন লাখ চিংড়ি রেনুসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর ৪টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন- মো. মিরাজ (১৮), জুয়েল (২৮), মোসলেম উদ্দিন (৩৫), মো. রভু(৩৫), মো. মোস্তফা (৫০), আব্দুল কাদের (৩৫), নিজন কর্মকার (২৭), গাড়িচালক জসিম সিকদার (৩৫)। আটক গাড়িচালকের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে ও বাকিদের বাড়ি ভোলা জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায়।
শনিবার সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের আট জনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। পরবর্তীতে জব্দ করা তিন লাখ চিংড়ি রেনু পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
পটুয়াখালী কোস্ট গার্ডের (সিও) কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আমরা কোস্টগার্ডের একটি টিম ভোর রাতে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে রেনু ভর্তি একটি মিনি ট্রাকসহ আট জনকে আটক করতে সক্ষম হই।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed