ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছেন, ইউক্রেনে আটকে থাকা শস্য বের করে নিয়ে আসতে বিকল্প পথ ব্যবহার করতে হবে।
ইউক্রেনের এসব শস্য বের করে নিয়ে আসতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তুরস্ক।
আর তুরস্কের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বরিস জনসন।
তিনি এ ব্যাপারে বলেন, তার্কিসরা এটি সমাধান করতে সত্যিই অনেক চেষ্টা করছে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। শস্য বের হওয়ার বিষয়টি নির্ভর করছে রাশিয়া বের হতে দেবে কিনা তার ওপর।
তিনি আরও বলেন, যদি আমরা সমুদ্র পথ ব্যবহার করে না পারি। যদি আপনি বসফরাস প্রণালী ব্যবহার করে শস্য না নিয়ে আসতে পারেন। তাহলে আমাদের অধিকতরভাবে বিকল্প পথ দেখতে হবে।
এদিকে রোববার তুরস্ক জানায়, কৃষ্ণ সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে তারা। ইউক্রেন জানিয়েছিল তাদের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে রাশিয়ার জাহাজ। তারা জাহাজটি আটক করতে তুরস্কের প্রতি অনুরোধ জানায়। এরপর এ ব্যবস্থা নেয় তুরস্ক।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed