রাজধানীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫জন আক্রান্ত হয়েছেন। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। এর একদিন আগে গতকাল শুক্রবার ডেঙ্গুতে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছয় জন। তার আগের দিন আক্রান্ত হন সাত জন। এর দুদিন আগে গত মঙ্গলবার নতুন রোগীর সংখ্যা ছিল ১২জন। আজ শনিবার নতুন ১৫ রোগী নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১০ জনে। তবে, এখনো কারও মৃত্যু হয়নি।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৫ জনই ঢাকার বাসিন্দা। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪২ জন। তবে, ঢাকার বাইরে কোনো রোগী ভর্তি নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ৩১০ জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬৭ জন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed