কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা, স্বর্ণ, মিয়ানমারের মুদ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশা।শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফ কেরুনতলীর নাফ নদীসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক, স্বর্ণ ও মিয়ানমারের মুদ্রাসহ চারজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- টেকনাফ বরইতলীর মো. শফি উল্লাহ (৫৫), তার ছেলে আনোয়ার হোসাইন (১৯), স্ত্রী তৈয়বা বেগম (৪০) ও ছেলের স্ত্রী লাকি আক্তার (১৯)।
অপরদিকে একই রাতে টেকনাফের প্রধান সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- মো. পারভেজ (১৬), মো. রেদোয়ান (১৯) ও মো. জালাল (২৬)।
আইনি প্রক্রিয়া শেষ গ্রেফতারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed