বাংলা গানের অনলাইন ভুবনে নতুন ঝড় তুলে দিলেন তিনি। জনপ্রিয় গায়িকা ঐশীর কণ্ঠে ‘দেখোনা তুমি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আবারও হাজির হলেন দেশের শীর্ষ সঙ্গীতকার শওকাত।
কিংবদন্তিসম জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের ‘পাগলা হাওয়া’ এবং আইউব বাচ্চুর‘এক আকাশ তারা’ গানের সুরস্রষ্টা শওকাত মাত্র পাঁচ দিন আগে ঐশীর কণ্ঠে তার সৃষ্টি নতুন এ গানটি প্রকাশ করেন, তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে।
ইউটিউবে বিস্ময়কর জনপ্রিয়তায় অভিষিক্ত গানটির ভিউয়ার সংখ্যাও এদিকে বাড়ছে প্রতিনিয়ত। দেশে-বিদেশে অগণিত শ্রোতার অভিনন্দন, লাইক, লাভ আর কমেন্টের বন্যায় সিক্ত হচ্ছেন শওকাত।
দর্শকশ্রোতার মন কেড়ে নেয়া ‘দেখোনা তুমি’ গানটির চমৎকার কাব্যময় কথাগুলোও লিখেছেন শওকাত। এর সুর সংযোজন এবং মিউজিক আয়োজনও তারই হাতে রচিত। আর শাহরিয়ার পলকের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে অনবদ্য ভিএফএক্স উপস্থাপন করা হয়েছে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed