বাংলাদেশ কোনো ধরনের চীনা ঋণের ফাঁদে নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানাচীনের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ—এ নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছ থেকে এ ধরনের বক্তব্য এলো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমরা ঋণের ফাঁদ নিয়ে কথা বলেছি। অন্য দেশের বিষয়ে নয়। এখানে (বাংলাদেশে) কোনো ঋণের ফাঁদ নেই। বিশেষ করে চীনের কোনো ঋণের ফাঁদ যে এখানে নেই সেটি আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি।’
পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের সহযোগিতায় ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা এবং চীনে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।ন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed