কুমিল্লায় চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ধনুসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন (৪৫) জেলার নাঙ্গলকোট উপজেলা সদরের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া রাস্তার মাথায় ঢাকামুখী ওই মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর হোসেন নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মঞ্জুরুল হক বলেন, আমরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে উদ্ধার করেছি এবং নিহত চালকের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed