
পরতে পরতে রহস্য! উত্তরাখণ্ডের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভণ্ডারীকে খুনের অভিযোগ ঘিরে তোলপাড়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না দেওয়া হলে, তরুণীর শেষকৃত্য সম্পন্ন করা হবে না। এমনই হুঁশিয়ারি দিল অঙ্কিতার পরিবার। প্রমাণ লোপাট করতেই কি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতার ছেলের ওই রিসর্ট? এমন প্রশ্নও উঠেছে।

শনিবার সকালে উত্তরাখণ্ডের চাল্লি খাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তরুণীর। এ-ও বলা হয়েছে, মৃত্যুর আগে অঙ্কিতার দেহে আঘাতের চিহ্ন ছিল।

ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্টে সন্তুষ্ট নয় অঙ্কিতার পরিবার। তাঁর বাবা বীরেন্দ্র সিংহ ভণ্ডারী বলেছেন, ‘‘ময়নাতদন্তের এই রিপোর্টে আমি সন্তুষ্ট নই। পূর্ণাঙ্গ রিপোর্ট যত ক্ষণ না পাচ্ছি, তত ক্ষণ আমরা শেষকৃত্যের কাজ সম্পন্ন করব না।’’