ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কলম কিনতে গিয়ে ৮ বছরের শিশুকে চকলেট দেওয়ার কথা বলে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তাহের মিয়া (৪৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার বিকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে ওই রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।রোববার রাত ৯টার দিকে অভিযুক্ত তাহেরকে ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরি থেকে আটক করে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে তাহের মিয়ার বলেন, মেয়েটি সবসময় আমার দোকানে আসত। তার সঙ্গে খারাপ কোনো কিছু করিনি।
অভিযুক্ত তাহের মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে। ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরির মালিক তিনি।
মামলার এজহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাহের দীর্ঘদিন ধরে ফান্দাউক বাজারে লাইব্রেরির ব্যবসা পরিচালনা করে আসছিল। ভুক্তভোগী শিশুটিকে প্রায় সময়ই তার লাইব্রেরির পেছনে নিয়ে যৌন হয়রানি করত। ঘটনার দিন বিকালে ওই শিশুটি কলম কেনার জন্য তাহের মিয়ার দোকানে যায়। ওই সময় তাহের মিয়া শিশুটিকে বিভিন্ন প্রলোভনে তার দোকনের পেছনে নিয়ে যৌন হয়রানি করে। পাশের ব্যবসায়ী জয়ন্ত মালাকার নামে একজন পথচারী শিশুটিকে তাহেরের লাইব্রেরির টেবিলের নিচ থেকে বের হতে দেখেন।
শিশুটি কান্না করতে করতে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি বলে। এরপর তার বাবা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই রাত ৯টার দিকে তাহেরকে আটক করা হয়। পর দিন সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। একমাত্র অভিযুক্ত তাহের মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed