ডেস্কঃ আপনি কি খুব সকাল বেলায় ওঠেন।আপনি কি বিবাহিত? বিবাহের পর সুস্থ যৌ^ন জীবন উপভোগ করছেন? আর যৌ^নতা নিয়ে আপনার সঙ্গীর কোনও ছুৎমার্গ নেই?
সকালে উঠে, খালি পেটে যদি কেউ সহবাসে লিপ্ত হতে পারেন, তাহলে তাঁর নানারকম শারীরিক উন্নতি হওয়া সম্ভব। হতে পারে, আপনি খুব ভোরবেলা ওঠেন।
আপনি বিবাহিত। বিবাহের পর সুস্থ যৌ^ন জীবন উপভোগ করছেন৷ আর যৌ^নতা নিয়ে আপনার সঙ্গীর কোনও ছুৎমার্গ নেই, তাহলে আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করতে পারে যৌ^ন মিলন
১।নিয়মিত ভোরবেলা খালি পেটে সহবাসে লিপ্ত হলে কমে হার্ট অ্যাটাকের সম্ভবনা।
২। নিয়মিত ভোরবেলায় সহবাস করলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
৩। সহবাসের ফলে ক্যালরি বার্ন হয়, কিছুটা এক্সারসাইজেরও কাজ করে এটি৷ ফলে সকাল সকাল সহবাস মিলনে হলে মেদ ঝরে। শরীর ফিট থাকে
৪।টেনশন, এবং তার জন্য উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভোগেন।সহবাস তাঁদের শান্তি দেয়৷ টেনশন কমে৷ এছাড়া শরীরে অ্যান্টিবডির পরিমাণও এতে বৃদ্ধি পায়৷
৫। একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা সপ্তাহে তিনবার সহবাস করেন, তাদের হার্টের স্বাস্থ্যের উন্নতি হয় আর মস্তিস্কে রক্ত সরবারহ বেড়ে যায়৷
৭।এছাড়া, সঙ্গীর সঙ্গে এই আদর ভালবাসায় দিন শুরু হলে মানসিকভাবেও অনেকটা সুস্থ থাকবেন আপনি৷ কারণ, এতে মনের সুখ হয়, আপনার দিনটাও এতে ভাল যাবে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed