পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে খণ্ডিত করার অপকৌশলকে রুখে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির (এরশাদ) নেতা স্থানীয় এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজিকে ধন্যবাদ জানাতে সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সর্বদলীয় প্রতিনিধির আয়োজনে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সভায় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, কাউন্সিলর শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপাতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ মঠবাড়িয়া উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড় মাছুয়া ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ও তেলিখালী ইউনিয়নের সাথে সংযুক্ত করে তেলিখালীতে আলাদা একটি থানা গঠন করার পাঁয়তারা চালিয়েছিল। এ ঘটনার প্রতিবাদে গত ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন সর্বদলীয় প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ। এতে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের দুই সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজি প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটারের মাধ্যমে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed