কোনো কারণে ভালোবাসার মানুষটি যখন দূরে থাকে, তখন তাকে প্রতি মুহূর্তে মনে পড়ে। নিজের ভেতর কেমন যেন শূণ্যতা তৈরি হয়।
ওমর সানির কথাই ধরা যাক। সিনেমায় অভিনয়ের সূত্র ধরে মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তারপর এক-দুই করে কেটে গেছে ২৫টি বছর। প্রথম দিনের সেই অনভূতি আজও অমলিন। তাই তো, মৌসুমী কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ায় মন কাঁদছে তার। ওমর সানির ফেসবুক পোস্ট পর্যালোচনা করলে তেমনটা আন্দাজ করা যায়।
আজ ২৬ মার্চ। স্বাধীনতা দিবসের এই দিনটিতে ছেলে ফারদিনকে বিয়ে করিয়েছিলেন। দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেছে। ফেসবুকে ছেলের বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ওমর সানি লিখেছেন, ‘আমি খুব করে চেয়েছিলাম আমার ছেলের বিয়েটা ইতিহাস সাক্ষী হয়ে থাক। আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। আমাদের ছেলে ফারদিন এবং আয়েশার প্রথম বিবাহবার্ষিকী। আপনারা সবাই দোয়া করবেন।’
ছেলের প্রথম বিবাহবার্ষিকীতে মৌসুমী পাশে না থাকায় বড্ড খারাপ লাগছে তার। সানি আরও লিখেছেন, ‘মৌসুমী এবং আমার বিয়াই-বিয়াইনকে খুব মিস করছি।’
কয়েকদিন আগে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন ওমর সানি। তখন তিনি লিখেছিলেন, চার-পাঁচ দিন যাবত সর্দি-কাশি আর গলাব্যথা। ডাক্তারের পরামর্শ মেনে চলছে ওষুধ-এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না। ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে। সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে। দূরে থেকেও খুব কাছে।’
এদিকে ২১ মার্চ দেশে ফেরার কথা ছিল মৌসুমীর। একটি গণমাধ্যমকে ওমর সানি জানিয়েছিলেন, মৌসুমী দেশে ফেরার পর ছেলের প্রথম বিবাহবার্ষিকীতে মক্কায় ওমরাহ পালন করতে যাবেন। সেটা আর হলো না।
জানা গেছে, মৌসুমীর মায়ের শারীরিক অবস্থা ভালো না। তাকে দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। ছোট বোন ইরিন জামানের সঙ্গে আটলান্টায় থাকেন তার মা।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed