কাউছার এর ‘প্লাস্টিকের ফুল
বিনোদন প্রতিবেদকঃ তরুন প্রজন্মের গায়ক ও মিউজিক কম্পোজার কাউছার খান. মিউজিক করা ই যার নেশা
গান এবং নাটক এর মিউজিক করে ইতি মধ্যে সংগীত জগতে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন তিনি। কাউছার খান এর সুর সংগীতে গান গেয়েছেন যুবরাজ আসিফ আকবর, মোহাম্মদ মিলন, ন্যানসি,
ঐশী, মাহতিম শাকিব কাজী শুভ, শাওন গানওয়ালা, নিশ্চুপ বৃষ্টি, প্রতিক হাসান,
পুস্পিতা এবং সময়ের অনেক জনপ্রিয় শিল্পী গন।
নতুন খবর হল এই কম্পোজার এবার নিজেই গান গেয়েছেন গানটির নাম “প্লাস্টিকের ফুল” গানটির কথা লিখেছেন রেজওয়ান শুভ। সুর করেছেন সঞ্জীবন চক্রবর্তী গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন নিজেই।
এ প্রসঙ্গে কাউছার খান বলেন,
গান গাওয়ার ইচ্ছে অনেক দিনের কিন্তু অন্যদের গান করতে গিয়ে নিজের গান এতদিন করা হয়নি।
এই গানটিও তৈরি করেছি অন্য কারো জন্য কিন্তু সবশেষে আমার ভাগ্যে জুটল গানটি আমার খুব পছন্দ হয়েছে তাই গাওয়ার লোভ সামলাতে পারিনি
খুব সুন্দর একটি গান একদম অন্যরকম। আপনাকে আলাদা আনন্দ দিবে।আশা করি গানটি শুনলে অবশ্যই ভালো লাগবে।সবাই আমার জন্য দোয়া করবেন।