সুনামগঞ্জ: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মস্থান সুনামগঞ্জের বদলে তুরস্ক হয়ে গেছে সুনামগঞ্জের কয়েকজন বাসিন্দার। এ নিয়ে দীর্ঘদিন ধরে তারা ছিলেন বিপাকে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বাংলানিউজকে বলেন, তুরস্ক হয়ে যাওয়ার বিষয়টি সার্ভারজনিত সমস্যার কারণে হয়েছিল। নির্বাচন অফিসে আমাদের যে ডাটা এন্ট্রির জায়গা ছিল, সেখানে সার্ভারজনিত সমস্যা হওয়ায় অনেকে এনআইডির অনলাইন কপি ডাউনলোড করে জন্মস্থান তুরস্ক দেখতে পেয়েছেন। আমরা আজ এটি ঠিক করে দিয়েছি।
তিনি আরও বলেন, আজ সকাল থেকে এমন ভুল আর হচ্ছে না। বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুত সমাধান করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ প্রাপ্তবয়স্ক হয়ে সম্প্রতি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। এরপর এনআইডি হাতে পেয়ে উল্টে দেখেন, জন্মস্থানের নাম লেখা তুরস্ক।
জাকুয়ানের বাড়ি সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে।
তিনি সোমবার সেটি নিয়ে জেলা নির্বাচন অফিসে যান।
তিনি বলেন, আমার এনআইডির সব কিছু ঠিকঠাক আছে। কেবল জন্মস্থানের নাম তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি।
এসময় এ জেলার আরও চারজন জানিয়েছেন, তাদের জন্মস্থানও তুরস্ক লেখা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed