সিলেটে বন্যা দুর্গতদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে গণফোরাম। মঙ্গলবার রাজধানীতে (২১ জুন) নিজ কার্যালয়ে গণফোরামের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানান সংগঠনের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।
তিনি বলেন, অবিলম্বে বন্যা দুর্গতদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক। এই সহায়তা কার্যক্রম সরাসরি সেনাবাহিনী পরিচালিত হতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার সব দায়ভার বহন করতে হবে সরকারকে। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নিয়ে বিশেষভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
গণফোরাম সভাপতি আরও বলেন, নদীর পানিপ্রবাহে বাঁধার সৃষ্টি করা যাবে না, বরং নদী-খাল-বিল-হাওর-বাওর খনন করার দ্রুত উদ্যোগ নিয়ে দেশকে রক্ষা করতে হবে। ভারতের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে পানির সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে।
গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, বাজেট করা হয়েছে দুর্নীতিবাজদের লুটপাটে সুবিধা দেওয়ার জন্য। এতে সাধারণ জনগণ পুরোপুরিভাবে উপেক্ষিত। সংবিধান লঙ্ঘন করে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব আইনত দণ্ডনীয় অপরাধ। রাষ্ট্র এতে ভয়াবহ হুমকির সম্মুখীন হবে এবং তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হবে।
সরকারের সমালোচনা করে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণ যখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তখন তথাকথিত উন্নয়নের নামে আনন্দ মিছিল বের করে জনতার সঙ্গে তামাশা করছেন। পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের বরাদ্দ অর্থ বন্যা দুর্গতদের জন্য ও ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ করুন।
সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed