ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম নিয়ে কানুঘুষা চলছে বহুদিন ধরে। শোনা যাচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার প্রণয় চলছে। যদিও মেহজাবীন বিষয়টি স্বীকার করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীনের কিছু স্ট্যাটাস ও ছবি পোস্ট দেখে অনেকে ধরে নিয়েছেন যে, মেহজাবীনের প্রেম সত্যি। বুধবার রাজীবের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলেন মেহজাবীন। আদনানের একটি ছবি ক্রপ করে শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।
ছবিতে আদনানের মুখ দেখা যাচ্ছে না। সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন আদনান। তার পরনে গাঢ় সবুজ শার্ট ও চোখে সানগ্লাস। কাঁধে রয়েছে একটি তারামাছ। পেছনে রক্তিম সূর্য ডুবে যাওয়ার পথে। মুখ দেখা না হলেও ছবির মানুষটা যে আদনানই, তা ক্যাপশনে জানিয়ে দিয়েছেন মেহজাবীন।
মেহু লিখেছেন, ‘শুভ জন্মদিন আদনান। আরও আলোকিত হোক। সূর্য, সমুদ্র, তারা এবং তুমিগত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। তার বিশেষ দিনটিকে ভালোভাবে স্মরণ করেছেন আদনান।
মেহজাবীনের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে দিয়ে আদনান লিখেছিলেন— ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের আনন্দমুখর শুভেচ্ছা। সবগুলো বছর ধরেই তুমি আমার শক্তি ও সাহস। তুমি আমার জ্বলজ্বলে তারা।’
পরস্পরের এসব রোমান্টিক বার্তা আদান প্রদানে তাদের ভক্ত-শুভাকাঙক্ষীরা ধরে নিয়েছেন মেহজাবীন-আদনান সম্পর্কে জড়িয়েছেন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed