ভারতের পশ্চিম গুজরাটে অত্যধিক তাপের কারণে পানিশূন্য হয়ে আকাশ থেকে পড়ে যাচ্ছে পাখি।
প্রায় প্রতিদিন আকাশ থেকে পড়ে যাওয়া এসব পাখি উদ্ধার করে এগুলোকে পানি খাওয়ানো ও চিকিৎসার ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা।গুজরাটের সবচেয়ে বড় শহরে সূর্যের অত্যধিক তাপের কারণে পানির উৎসগুলো শুকিয়ে গেছে। ফলে পশু-পাখিগুলো পানির অভাবে পড়েছে।
বর্তমানে ভারতসহ দক্ষিণ এশিয়ায় বয়ে যাচ্ছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় তাপদাহ।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডের ব্যাপারে সকলকে সতর্ক করেছেন।
গুজরাটের আহমেদাবাদের অলাভজনক প্রতিষ্ঠান জিবদয়া চ্যারিটেবল ট্রাস্ট বলেছে, তারা গত কয়েক সপ্তাহে কয়েক হাজার পাখিকে চিকিৎসা দিয়েছে। যার মধ্যে রয়েছে চিল ও কবুতর।
মনোজ ভাবসার নামে একজন স্বেচ্ছাসেবক বলেছেন, গত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। আমরা দেখেছি অন্য সময়ে যে সংখ্যক পাখিকে চিকিৎসা দিতে হতো এবার সেটি অন্তত ১০ ভাগ বেড়েছে।
জিবদয়া চ্যারিটেবল ট্রাস্টে থাকা ডাক্তাররা এসব পাখিকে ইঞ্জেকশনের মাধ্যমে ভিটামিন ট্যাবলেট ও পানি খাওয়াচ্ছেন।
গুজরাটের হাসপাতালগুলোকে হিট স্ট্রোক ও তাপদাহ সংক্রান্ত অন্যান্য চিকিৎসা ব্যবস্থা বাড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
মানুষ, পাখি ছাড়াও কুকুও ও বিড়ালও তাপদাহের কবলে পড়ছে। ফলে পানি শূণ্যতায় ভোগা কুকুর বিড়ালকেও দেওয়া হচ্ছে চিকিৎসা।
এদিকে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাচ্ছে তাপমাত্রা।
সূত্র: আল জাজিরা
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed