রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। মাঠে নামলেই কিছু না কিছু অর্জন করে ফেরা যেন তার রীতি।আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বড় জয়।
দুর্দান্ত এক ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত এই তারকার অপেক্ষায় আছেন তার স্ত্রী-সন্তানরা। দ্রুতই তাকে বাড়িতে ফিরতে বললেন তার স্ত্রী আন্তোনেলা রুকুজ্জু।
ম্যাচ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সামাজিকমাধ্যমে এক বার্তা দিয়েছেন মেসি, আমরা এর চেয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারতাম না। আমরা ফিনালিসিমা জিতেছি এবং আজ আমরা বিশ্বকাপের প্রস্তুতির আরও কিছু মিনিট যোগ করেছি। যারা মাঠে এসেছেন এবং যারা দূর থেকে আমাদের অনুসরণ করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা কয়েক দিনের জন্য বিশ্রাম করতে যাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই ফিরে আসব! সবাইকে আলিঙ্গন!
আর মেসির সেই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার স্ত্রী রুকুজ্জু। মেসিকে দ্রুত বাড়িতে ফেরার কথা জানিয়ে লিখেছেন, হয়েছে, এখন বাড়িতে আসো। আমরা তোমাকে মিস করছি।
চলতি মৌসুমের শুরুতে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে হয়েছিল মেসিকে। হুট করে নতুন শহর ও নতুন ক্লাবে এখনও সে অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। তবে জাতীয় আগের মতোই সাবলীল। আর সেখানে মৌসুম শেষটা করলেন দারুণ।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed