ছেলে আয়ানের ক্যানসার নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন বলিউড তারকা ইমরান হাশমি। তবে এ সময় তার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন শুভানুধ্যায়ী।
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ফোন করে ইমরান হাশমিকে সাহস যোগান। অক্ষয় তাকে জিজ্ঞেস করেন, সন্তানের অসুস্থতার খবরটি সত্যি কিনা।
ইমরান তখন জবাবে বলেন, অস্ত্রোপচারে তার ছেলের টিউমার এবং কিডনি বাদ দেওয়া হয়েছে।
খবর পেয়ে অক্ষয় তখনই হাসপাতালে যেতে চান। ইমরান তাকে আশ্বস্ত করলে অভিনেতা তাকে এও বলেন, তার বেশ কিছু উন্নত চিকিৎসা সেবা এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ রয়েছে। কোনো রকম প্রয়োজনে সাহায্য চাইতে ইমরান যেন একটুও দ্বিধা না করেন। খবর আনন্দবাজার পত্রিকার।
অক্ষয়ের এমন আচরণে আপ্লুত ইমরান লিখেছেন, অক্ষয় তাকে প্রতিদিন ফোন করে ছেলের স্বাস্থ্যের খোঁজ নিতেন। আয়ান বাড়ি ফেরার পরে এক দিন নিজে এসে দেখেও যান অভিনেতা। ব্যাটম্যানের পোশাকে তার ছোট্ট ছেলের ছবি দেখে নাকি চোখে পানি এসে গিয়েছিল ‘খিলাড়ি’র।
ইমরান তার লেখা বইয়ে আরও উল্লেখ করেছেন, ক্যানসারই প্রাণ কেড়েছে অক্ষয়ের বাবার। তার ফলেই তিনি আরও বেশি করে ইমরানের মনের অবস্থা উপলব্ধি করতে পেরেছিলেন। অক্ষয় তাই কানাডায় নিজের পরিচিত হাসপাতালে আয়ানের সেরা চিকিৎসার ব্যবস্থাও করে দিতে চেয়েছিলেন।
ইমরানের বইয়ে মুখপত্রে অক্ষয় নিজেই খুলে বলেছেন তার অনুভূতির কথা। লিখেছেন, ‘আয়ানের পরিস্থিতির কথা যখন শুনলাম, মনে হল যেন কেউ আমার পেটেই এসে ঘুষি মারল। গাড়ি চালাচ্ছিলাম। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ইমরানকে ফোন করি। কারণ, আমি জানি নিজের কাছের মানুষ এই রোগের শিকার হলে ঠিক কেমন লাগে।’
অক্ষয়ের সঙ্গেই ইমরানের পরবর্তী ছবি ‘সেলফি’। ইমরানের পাশাপাশি আরও দুই মুখ্য চরিত্রে রয়েছেন নুসরত ভারুচা এবং ডায়না পেন্তি। ২০১৯-এর মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এই ছবিটি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed